লাইভ প্রেস২৪ ডেস্ক: নভেল করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থার উন্নতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে বের করে আনা হয়েছে। তবে এখনও কিছুদিন হাসপাতালেই থাকতে হচ্ছে এ নেতাকে।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর এক মুখপাত্র বলেন, বরিস জনসনকে বৃহস্পতিবার রাতে আইসিইউ থেকে ওয়ার্ডে ফেরত নেয়া হয়েছে। সেখানেও তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রায় ১০ দিন পর গত রোববার লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ভর্তি করা হয় বরিস জনসনকে। পরে অবস্থার আরও অবনতি হওয়ায় সোমবার আইসিইউতে নেয়া হয় তাকে। সেখানে ভেন্টিলেটর না লাগলেও প্রয়োজনমতো অক্সিজেন সাপোর্ট দেয়া হচ্ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রীকে।
তার মুখপাত্র বলেন, বরিস জনসনের অবস্থার উন্নতি হচ্ছে। তিনি অসাধারণ যত্নের জন্য চিকিৎসাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
এদিকে, বরিস জনসনকে আইসিইউ থেকে বের করাকে দারুণ খবর উল্লেখ করে এক টুইটে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সূত্র: বিবিসি
লাইভ প্রেস২৪/এমএসএম