লাইভ প্রেস২৪,পীরগঞ্জ (রংপুর): “ভ্যাকসিন হিরো সম্মান সহকারী স্বাস্থ্যকর্মীর অবদান” স্লোগান নিয়ে রংপুরের পীরগঞ্জে সহকারী স্বাস্থ্যকর্মী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক পদে কর্মরত কর্মচারীদের কর্ম বিরতি কর্মসূচি পালন চলছে।
বৃহস্পতিবার (২৬ শে নভেম্বর) সকাল থেকে অদ্যবদি পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কর্ম বিরতি পালন করছে বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন পীরগঞ্জ উপজেলা শাখা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে এ কর্মসূচী পালন করে আসছে।
দাবি বাস্তবায়ন কমিটি পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি স্বাস্থ্য পরির্দশক ইনচার্জ আনিছার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির সাধারন সম্পাদক ওবায়দুর রহমান, সহ-সভাপতি এইচ আই সাইদুর রহমান, সহকারী স্বাস্থ্যকর্মী আরিফুল ইসলাম লেলিন প্রমুখ।
বক্তরা তাদের বক্তব্যে বলেন- নিয়োগ বিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারিদের বেতন গ্রেড ১৬ তম থেকে যথাক্রমে ১১,১২ ও ১৩ তম গ্রেডে উন্নতিকরণ করার দাবি জানান। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের এ কর্ম বিরতি অব্যহত থাকবে বলে জানিয়েছেন।
বক্তারা আরো বলেন- এই করোনাকালে সহকারী স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে মা ও শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিত করনের লক্ষে কাজ করে যাচ্ছে। এসময় স্বাস্থ্য খাতের বিভিন্ন অর্জনের কথা স্মরণ করে বলেন- মাতৃ ও শিশু মৃত্যুর হার কমানো, পোলিও মুক্ত বাংলাদেশ, শিশুদের যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণ, গুটি বসন্ত মুক্ত বাংলাদেশ, হাম ও রুবেলা নিয়ন্ত্রণে বিশেষ স্বীকৃতিসহ বিভিন্ন স্বাস্থ্য বিষয়ে অর্জনের কথা তুলে ধরেন।
লাইভ প্রেস২৪/শাহ্ মোঃ রেজাউল করিম/এমআর