এপ্রিল ১৯, ২০২৪

পিবিএ ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান নিজ কাঁধে খাটিয়া বহন করে বিশিষ্ট আলেম ও হাদিস বিশেষজ্ঞ শায়খ মুহাম্মাদ আমিন সিরাজের দাফনকার্যে অংশ নিয়েছেন। রোববার (২১ ফেব্রুয়ারি) ইস্তাম্বুলের আল ফাতিহ মসজিদে বিখ্যাত এ তুর্কি আলেমের জানাজায় অংশ নিয়ে তার খাটিয়া বহন করেন তিনি।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে শায়খ সিরাজের সঙ্গে দীর্ঘদিনের পরিচিতির কথা জানান প্রেসিডেন্ট এরদোয়ান। এছাড়াও তার কাছে বিভিন্ন সময় যাতায়াত করতেন এবং তার নির্দেশনা শুনতেন বলে জানান তিনি।

এক টুইট বার্তায় এরদোয়ান লেখেন, ‌প্রখ্যাত আলেম শায়খ আমিন সিরাজ পুরো জীবন মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে কাজ করেছেন। আল্লাহর কাছে কামনা, তিনি যেন রহমতের ছায়ায় তাকে আবৃত করে নেন।

আধুনিক তুরস্কের পুনর্গঠনে ব্যাপক অবদান রেখেছিলেন নিভৃতচারী আলেম শায়খ আমিন সিরাজ। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ৯০ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি। লেখালেখি, সম্পাদনা, অনুবাদ, পাঠদান, দাওয়াতসহ মুসলিম সমাজ পুনর্গঠনে সর্বত্র নিজেকে সম্পৃক্ত রাখতেন তুরস্কের এ মহান মনীষী।

পিবিএ/এমএসএম