এপ্রিল ১৯, ২০২৪

পিবিএ ডেস্ক: হোম কোয়ারেন্টিন পর্ব শেষ হলো বাংলাদেশ ক্রিকেট দলের। নিউজিল্যান্ডে যাবার পর প্রথমবারের মতো অনুশীলন করলো টাইগাররা।

ক্রাইষ্টাচার্চে পৌঁছানোর পর স্বাস্থ সুরক্ষার নিয়ম মেনে তিন দফা করোনা টেস্টে বাংলাদেশের সবাই নেগেটিভ এসেছে। শেষ হয়েছে বাংলাদেশের এক সপ্তার হোম কোয়ারেন্টি পর্ব।

বৃহস্পতিবার (৪ মার্চ) বাংলাদেশ ক্রিকেট দল তিনভাগে ভাগ হয়ে অনুশীলন করেছে। নিউজিল্যোন্ডর লিংকনে প্রথমে জিম, রানিং, ফিল্ডিং এরপর নেটে ব্যাটিং ও বোলিং অনুশীলন করেন তামিম-মুশফিকরা। ১০ মার্চ কুইন্সল্যান্ডে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানে পুরো দমে দলীয় অনুশীলন করবে টাইগাররা।

১৭ মার্চ একমাত্র প্রস্তুতি ম্যাচের পর, ২০ মার্চ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল।

পিবিএ/এমএসএম