মার্চ ২৯, ২০২৪

টুঙ্গিপাড়ায় সেনাপ্রধানের মশাল প্রজ্বালনের মধ্য দিয়ে শুরু হলো বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিকতা।

গোপালগঞ্জ থেকে ঢাকায় ২০ জন অ্যাথলেট ১১ বার মশাল হাত বদল করে পৌঁছে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রীর হাতে। এসময় মশাল দেখতে ছিল উৎসুক জনতার ভিড়।

বঙ্গবন্ধুর জন্মস্থানে জ্বালানো হবে বাংলাদেশ গেমসের মশাল। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে শ্রদ্ধাবনত চিত্তে তাকে স্মরণ করলেন সেনাপ্রধান। তার নামের সঙ্গেই যে জড়িয়ে আছে এবারের বাংলাদেশ গেমস।

অবশেষে আসলো সেই মুহূর্ত। বুধবার (৩১ মার্চ) সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ মশালে আগুন জ্বালালেন। ৮ বছর বিরতি দিয়ে শুরু হল বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিকতা। দুই অ্যাথলেট ইলিয়াস হোসেন ও জেসমিন পপির হাতে তা তুলে দিলেন।

এরপর মশালের বহর ঢাকার উদ্দেশে যাত্রা করে। ১১ বার হাত বদল হয় মশাল ২০ জন সাবেক ও বর্তমান অ্যাথলেটদের মাধ্যমে। প্রমত্ত পদ্মায়ও অবিচল মশাল। ওঠে পদ্মা সেতুতেও। মশাল বহরকে একনজর দেখতে দু’পাশের মানুষের আগ্রহ ছিল ব্যাপক।

গন্তব্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে পৌঁছায় বহর। সেখানে অপেক্ষমাণ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর হাতে মশাল বুঝিয়ে দেয়া হয়। যা ১ এপ্রিল নিয়ে যাওয়া হবে উদ্বোধনী অনুষ্ঠানে।

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে ৩১ টি ডিসিপ্লিনে অংশ নেবে প্রায় সাড়ে ৫ হাজার অ্যাথলেট।