মার্চ ২৯, ২০২৪

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে ফের হামলার চেষ্টা চালানো হয়েছে। শুক্রবার ভবনের উত্তর দিকের প্রবেশমুখে এ হামলার চেষ্টা করা হয়। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তা ও হামলাকারী নিহত হয়েছে। হামলার পরই পুরো ভবন লকডাউন করা হয়।
নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, শুক্রবার নীল রঙের একটি গাড়ি নিয়ে এক ব্যক্তি কংগ্রেস ভবনের উত্তর দিকের প্রবেশমুখের নিরাপত্তা ব্যারিকেডে সজোরে ধাক্কা দেয়।

এতে প্রবেশমুখে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই নিরাপত্তাকর্মী আহত হন। পরে ওই হামলাকারী ছুরি নিয়ে ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের ওপর হামলা করে। এ সময় আরেকজন নিরাপত্তাকর্মী তাকে বাধা দেয় এবং গুলি চালায়। পরে আহত অবস্থায় হামলাকারী ও নিরাপত্তাকর্মীদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানেই তাদের মৃত্যু হয়।

এর আগে গত ৬ জানুয়ারি তৎকালীন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল ভবনে হামলা চালায় ।