এপ্রিল ২৩, ২০২৪

ভারতের রাজধানী দিল্লিতে সোমবার (১৯ এপ্রিল) রাত ১০টা থেকে ছয় দিনের লকডাউন শুরু হচ্ছে। এই লকডাউন চলবে আগামী সোমবার (২৬ এপ্রিল) ভোর পর্যন্ত। মুখ্যমন্ত্রী কেজরিওয়াল সোমবার সকালে এমন ঘোষণা দিয়েছেন।

এ ঘোষণা আসার পর শহরজুড়ে মদের দোকানগুলোতে ভিড় বেড়েছে। মদের দোকানের বাইরে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে দেশটির কয়েকটি সংবাদমাধ্যম।

এনডিটিভি, বিসনেস টুডে, ফিনান্সিয়াল এক্সপ্রেস ও দ্যা স্টেটসম্যানের অনলাইন প্রতিবদেনে বলা হয়, লকডাউনের খবর ছড়িয়ে পড়ার পর পরই দিল্লির দরিয়াগঞ্জ, করোলবাগ, গোলে বাজার, খান বাজারসহ শহরের প্রায় সব মদের দোকানের বাইরে মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মদ কিনতে দেখা গেছে।

এরইমধ্যে কিছু কিছু দোকানে স্টক শেষ হয়ে গেছে বলেও জানানো হয়েছে। তারা দোকানের বাইরে ‘স্টক শেষ’ স্টিকারও লাগিয়ে দিয়েছে।

এর আগে, গত বছর দেশটিতে দীর্ঘ লকডাউনের পর মদের দোকান খুলে দিতেই এ রকম দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মদ কিনতে দেখা গেছে।