নিউজ ডেস্ক: প্রথমবার ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপে খেলেছিল কানাডা। সেবার গ্রুপ পর্বে সব ম্যাচই হেরেছিল তারা। এরপর কেটে গেছে ৩৬ বছর! আর কোনো বিশ্বকাপ খেলার চান্স পায়নি তারা। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর কাতার বিশ্বকাপের টিকিট কাটতে সক্ষম হয়ে গিয়েছে কানাডা।
রবিবার (২৭ মার্চ) রাতে কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বে জ্যামাইকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে কানাডা। এর মধ্য দিয়ে এ এলাকা হতে সবার প্রথমে কাতারের টিকিট কাটলো তারা। এদিন অবশ্য ড্র করলেও চলতো তাদের। কিন্তু ঘরের মাঠের দর্শকদের হয়তো হতাশ করতে চাননি দলটির ফুটবলাররা। প্রতিপক্ষের জালে এক হালি গোল দিয়েছেন।
কনকাকাফ এলাকা হতে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোরও বিশ্বকাপ গেম প্রায় নিশ্চিত। তবে কাগজে-কলমে তারা এখনো কোয়ালিফাই করেনি। আরও ১টি ম্যাচ বাকি, সেটির পরই নিশ্চিত হওয়া যাবে।
রবিবার পানামাকে ৫-১ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র, হন্ডুরাসকে ১-০ গোলে হারিয়েছে মেক্সিকো। দুই দলেরই পয়েন্ট বর্তমানে ২৫। আর কোস্টারিকার পয়েন্ট এবেলা ২২।