এপ্রিল ২৬, ২০২৪

নিউজ ডেস্ক: রমজান মাসে দেশের সব ব্যাংক-কোম্পানির অফিস ও লেনদেনের সময় নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (৩০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকের লেনদেন চালু থাকবে।

ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকলেও অন্যান্য সময়ের মতো নিয়ম অনুযায়ী অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেনের কাজ অব্যাহত থাকবে।

তবে অফিসের সময়সূচি সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে বলে ওই প্রজ্ঞাপনে বলা হয়। রমজান মাস শেষ হলে ব্যাংকের অফিস ও লেনদেনের সময় পূর্বের অবস্থায় ফিরে আসবে।