নিউজ ডেস্ক: আইপিএলের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ৬১ রানে হারের রেশ কাটতে না কাটতেই সানরাইজার্স হায়রদাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসনের জন্য দুঃসংবাদ এলো। স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে নিউ জিল্যান্ডের এ তারকাকে।
আইপিএলের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘২৯ মার্চ পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে আইপিএলে ম্যাচে স্লো ওভার রেটের কারণে সানরাইজার্স হায়দরাবাদকে জরিমানা করা হয়েছে।’
এই মৌসুমে প্রথমবার স্লো ওভার রেটের কারণে ন্যূনতম শাস্তি হিসেবে উইলিয়ামসনকে ১২ লাখ রুপি জরিমানা করার কথা বলা হয়েছে ওই বিবৃতিতে।