নভেম্বর ১০, ২০২৪
donesk

নিউজ ডেস্ক: ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি হামলা করে রাশিয়া। পুরো ইউক্রেনে হামলে পড়ার আগে ডনবাস প্রদেশের লুহানেস্ক ও দোনেস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

কিন্তু পুতিন দোনেস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার দুই মাস না পেরুতেই এখন রাশিয়ার অংশ হয়ে যেতে চায় তারা।

দোনেস্ক নিউজ এজেন্সিকে মস্কোপন্থী নেতা ও কথিত দোনেস্কের প্রধান নেতা দেনিস পুশিলিন এ ইচ্ছার কথা জানিয়েছেন।

রাশিয়ার অংশ হওয়ার ব্যাপারে এ নেতা বলেন, ২০১৪ সাল থেকেই আমাদের ইচ্ছা সুস্পষ্ট। আমরা রাশিয়া ফেডারেশনের সঙ্গে যুক্ত হতে চাই। দোনেস্কের সাংবিধানিক সীমানা নির্ধারণ করে আমরা রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি বাস্তবায়নের চেষ্টা করব।

দুইদিন আগে পুতিন ঘোষিত আরেক স্বাধীন দেশ লুহানেস্কের প্রধান নেতা লিওনিদ পাসেচনিক জানান তারাও রাশিয়ার সঙ্গে যোগ দিতে চান।

রাশিয়ার সঙ্গে যুক্ত হতে লুহানেস্কে গণভোট আয়োজনের ঘোষণাও দেন লিওনিদ পাসেচনিক।

তবে ইউক্রেনের পক্ষ থেকে হুশিয়ারি দিয়ে বলা হয়েছে, দোনেস্ক ও লুহানেস্ক ইউক্রেনের অংশ। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ফলে এখানে কোনো গণভোট আয়োজন করলে সেটি অবৈধ হবে।

সূত্র: রয়টার্স