নিউজ ডেস্ক: চমক দিতে খুবই ভালোবাসেন টলিউডের হ্যান্ডসাম নায়ক জিৎ। তাই তো বড়পর্দায় যখনই আসেন হইচই পড়ে যায় টলিপাড়ায়। এই যেমন সদ্য শেষ করেছেন ‘রাবণ’ ছবির শুটিং। আর শেষ হতেই নতুন আরেক ছবির ঘোষণা করে ফেললেন জিৎ। ছবির নাম ‘চেঙ্গিজ’! গতকাল এই ছবিরই মহরৎ সেরে ফেললেন জিৎ ও তার ছবির গোটা টিম। জিতের ‘চেঙ্গিজ’ ছবিতে বিপরীতে থাকছেন ‘প্রেমটেম’ খ্যাত অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়।
থাকছেন অভিনেতা শতাফ ফিগারও। ছবিটি পরিচালনা করছেন রাজেশ গঙ্গোপাধ্যায়।
আর প্রযোজনার দায়িত্বে রয়েছেন খোদ নায়কই। জানা গিয়েছে, জিতের এই নতুন ছবির প্রেক্ষাপট নয়ের দশকের কলকাতা। সেই সময়ের শহরের কিছু ঘটনাই ফুটে উঠবে ছবির গল্পে। কলকাতার নানা জায়গাতে শুরু হবে ছবির শুটিং। এপ্রিল মাসে মুক্তি পেতে পারে জিতের ছবি ‘রাবণ’। এই ছবিতে জিতের সঙ্গে দেখা যাবে তনুশ্রী চক্রবর্তী ও নবাগতা লহমা ভট্টাচার্যকে। ইতিমধ্যেই জিতের এই ছবির টিজার নজর কেড়েছে।