অক্টোবর ১৫, ২০২৪
pangas

এবার ধরা পড়েছে দেশের সবচেয়ে বড় পাঙাশ মাছ! ওজন জানলে আপনি নিশ্চয় অবাক হবেন! আর জাল ফেলতেই ধরা পড়েছে বিশালাকৃতির এই পাঙাশ মাছটি। যার ওজন ১৫০ কেজিও বেশি। বলা হচ্ছে এটিই দেশের সবচেয়ে বড় পাঙাশ। এর আগে কোথাও পাওয়া যায়নি এত বড় পাঙাশ।

সম্প্রতি এমনই বিশাল আকারের মাছটি মিলেছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) গবেষণা পুকুরে। এ ধরনের বড় বড় প্রায় ৫০টি পাঙাশ মাছ সেই গবেষণা পুকুরে সংগ্রহে রয়েছে বলে জানিয়েছে বিএফআরআই।

ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ বলেন, কয়েক বছর আগে দেশের বাইরে থেকে ময়মনসিংহের একটি বেসরকারি হ্যাচারি মালিক মাছগুলো সংগ্রহ করেন। এরপর তাদের কাছ থেকে মাছগুলো গবেষণার জন্য আনা হয়। ওই সময় মাছের ওজন ২০-৩০ কেজি থাকলেও বর্তমানে এদের ওজন কয়েকগুণ বেড়েছে। সম্প্রতি জাল ফেলে এগুলোকে পর্যবেক্ষণ করছি।

তিনি আরও বলেন, প্রজননের মাধ্যমে মাছটিকে সারা দেশে ছড়িয়ে দিতে চাই। এজন্য ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এটি নিয়ে গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।