নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরা আজমপুর রবীন্দ্র সরণি আমির কমপ্লেক্সের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ইনামুল ইসলাম (২৫), মোছা. হনুফা আক্তার (৩৫) ও মোহাম্মদ অনিক (১৮) ।
আজ বৃহস্পতিবার ভোরের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন।
উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এস আই) মো. মোজাম্মেল হক জানান, আমরা খবর পেয়ে উত্তরা আজমপুর আমির কমপ্লেক্সের সামনে গিয়ে জানতে পারি মোটরসাইকেল-কাভার্ডভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে দুজন মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় আরও একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহতদের গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানায়। বর্তমানে রায়ের বাজার এলাকায় থাকতেন। মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।।