এপ্রিল ২৯, ২০২৪

পিবিএ ডেস্ক: ক্ষমতাচ্যুত অং সান সুচিকে গ্রেপ্তার করার পর কোথায় রাখা হয়েছে, তিনি কেমন আছেন- এসব বিষয়ে সুস্পষ্ট কোনো উত্তর আসেনি মিয়ানমারের সামরিক জান্তাদের পক্ষ থেকে। তবে বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে যে, তাকে রাজধানী ন্যাপিড’তে তার বাসভবনেই আটকে রাখা হয়েছে। এ রিপোর্টের যথার্থতা যাচাই করা যায়নি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

ওদিকে অং সান সুচির বিরুদ্ধে আমদানি ও রপ্তানি আইন লঙ্ঘনসহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, তিনি এভাবে নিয়ম লঙ্ঘন করে যোগাযোগ বিষয়ক কিছু ডিভাইস বেআইনিভাবে নিজের কাছে রেখেছিলেন। পুলিশি ফার্স্ট ইনিশিয়াল রিপোর্ট বা এফআইআরে এসব অভিযোগ করা হয়েছে। অন্যদিকে ন্যাশনাল ডিজঅ্যাস্টার ম্যানেজমেন্ট ল’-এর অধীনে অভিযোগ আনা হয়েছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধে।

করোনা ভাইরাস সংক্রমণের বিধিনিষেধের মধ্যে নির্বাচনী প্রচারণায় ২২০ টি মোটর সাইকেলসহ শোভাযাত্রার জন্য তার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।

পিবিএ/এমএসএম