মে ৪, ২০২৪

পিবিএ ডেস্ক: করোনা মহামারির কারণে আরও ২০ দিনের জন্য জনসমাগমে নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব সরকার। এ নিষেধাজ্ঞা চলাকালে যেকোনো ধরনের জনসমাগম, অনুষ্ঠান, বিনোদন চর্চা এবং দাওয়াত অনুষ্ঠানে কড়াকড়ি আরোপ করা হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থার মাধ্যমে বিষয়টি জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১০টা থেকে এ নির্দেশনা কার্যকর হয়েছে। সম্প্রতি দেশজুড়ে করোনাভাইরাসের সংক্রমণের হার বেড়ে যাওয়ার কারণেই এ সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। এর আগে গত ৪ ফেব্রুয়ারি থেকে ১০ দিনের জন্য জনসমাগমে নিষেধাজ্ঞা আরোপ করেছিল দেশটি।

এই নিষেধাজ্ঞার সময়ে কিছু নির্দেশনা দিয়েছে সৌদি সরকার-

যেকোনো সামাজিক অনুষ্ঠান বা জনসমাগমে ২০ জনের বেশি মানুষ অংশ নিতে পারবেন না।

সব ধরনের পাবলিক অনুষ্ঠান ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

সিনেমা হল, ইনডোর বিনোদন কেন্দ্র, বিভিন্ন খেলাধুলার কেন্দ্র, জিম, ইত্যাদি এই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে বন্ধ থাকবে।

সব ধরনের রেস্টুরেন্ট এবং ক্যাফেতে বসে খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে খাবার কেনা বা পার্সেল নেয়া যাবে।

এসব নির্দেশনা অমান্য করলে জরিমানা করা হবে বলে জানিয়েছে সৌদি সরকার।

পিবিএ/এমএসএম