মে ১৭, ২০২৪

মহামারি করোনায় টালমাটাল ভারত থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণে মঙ্গলবার (০৪ মে) থেকে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। শক্রবার (৩০ এপ্রিল) হোয়াইট হাউসের প্রেসসচিব জেন সাকি এসব তথ্য দিয়েছেন।

ভারতে কোভিড-১৯ রোগের সংক্রমণ ও মৃত্যুর নতুন নতুন রেকর্ড গড়ছে। এছাড়া করোনার বিপজ্জনক ভারতীয় ধরনের প্রাদুর্ভাবরোধে এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ওয়াল স্ট্রিট জার্নাল ও এবিসি নিউজের খবর এমন তথ্য মিলেছে।

জেন সাকি বলেন, রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরামর্শ মেনে চলতে দৃঢ়প্রতিজ্ঞ প্রেসিডেন্ট জো বাইডেন।

সিডিসির পরামর্শ অনুসারে, গত ১৪ দিন ভারতে ছিলেন—এমন বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করে একটি ঘোষণায় সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা, নাগরিকদের পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

বাইডেনের ঘোষণায় বলা হয়, জনস্বাস্থ্য ও বৈজ্ঞানিক বিশ্লেষণের ওপর ভিত্তি করে সিডিসির পরামর্শ দিয়েছে।

এতে করোনার ভারতীয় ধরনকে উদ্বেগজনক বলা হয়েছে। এই ভাইরাস সহজে সংক্রমিত হতে পারে এবং কোনো কোনো টিকার সুরক্ষা সক্ষমতাও কমিয়ে দিতে পারে।

তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ‘নিবৃত্তিমূলক’ পদক্ষেপ নেওয়া অপরিহার্য হয়ে পড়েছে। যে কারণে ভারত থেকে ভ্রমণে এই বিধিনিষেধ।