মে ২, ২০২৪

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের টেস্ট দলে ডাক পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এর মধ্য দিয়ে প্রায় দেড় বছর পর (১৬ মাস) পর টেস্ট দলে ফিরলেন তিনি।

সর্বশেষ গত বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে খেলেছিলেন রিয়াদ। এরপর সাদা পোশাকের ক্রিকেটে আর সুযোগ পাননি বাংলাদেশ টি-২০ দলের অধিনায়ক। আজ এক বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে গত বুধবার জিম্বাবুয়ে সফরের জন্য ১৭ জনের দল ঘোষণা করা হয়। আজ সে দলে রিয়াদকে অর্ন্তভুক্ত করা হলো। পাকিস্তানের বিপক্ষে সেই টেস্টে প্রথম ইনিংসে ২৫ রান করার পর দ্বিতীয় ইনিংসে ০ রানে আউট হন এ ব্যাটসম্যান।

২৯ জুন বাংলাদেশ টেস্ট দল জিম্বাবুয়ের উদ্দেশ্যে উড়াল দেবে। ৭ জুলাই হারারে স্পোর্টস ক্লাবের মাঠে সিরিজের একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ।

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের চূড়ান্ত টেস্ট দল:

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম।