এপ্রিল ২৬, ২০২৪

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আবার বিস্ফোরণ হয়েছে।
রোববার স্থানীয় সময় বিকেলের দিকে এ ঘটনা ঘটেছে বলে খবর প্রকাশ করেছে বিবিসি।

বিবিসি জানায়, আজ রোববার বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বিবিসি এ খবরের সঙ্গে শফি করিমি নামের স্থানীয় এক সাংবাদিক টুইট যুক্ত করেছে। টুইট বার্তায় শফি করিমি লিখেছেন, বিমানবন্দরের কাছে একটি বাড়িতে রকেট হামলা হয়েছে।

টুইটের সঙ্গে শফি করিমি একটি ভিডিও যুক্ত করেন। ভিডিওতে বিস্ফোরণস্থলে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।

এর আগে কাবুলে বিমানবন্দরে আরো হামলার আশঙ্কা প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বিমানবন্দর ছাড়তে মার্কিনদের নির্দেশনাও দেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার এই বিমানবন্দরের বাইরে ভয়াবহ হামলায় ১৩ মার্কিন সেনা ও ২৮ তালেবান যোদ্ধাসহ ১৭০ জন নিহত হন। ওই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস)।