এপ্রিল ২৯, ২০২৪

নিউজ ডেস্ক: নিজ সরকার উৎখাতে গত মাসের শুরু থেকে বিদেশী হুমকির মুখোমুখি হওয়ার দাবি করে আসছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এবার সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন তিনি।

ইমরানের বরাতে দেশটির খ্যাতনামা পত্রিকা দ্য ডন জানায়, ওই হুমকিদাতা বিদেশি কর্মকর্তা আর কেউ নন, তিনি হলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

ডনের প্রতিবেদনে ইমরান খানকে উদ্ধৃত করে বলা হয়ঃ যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মাজিদের সঙ্গে বৈঠকে সতর্ক করে দিয়ে বলেন, জাতীয় পরিষদে বিরোধীদের অনাস্থা প্রস্তাবে ইমরান সরকার টিকে গেলে তার পরিণতি খারাপ হতে পারে।