এপ্রিল ২৯, ২০২৪

নিষেধাজ্ঞার কারণে গত বছর সিপিএলে খেলতে পারেননি সাকিব আল হাসান। প্রায় দুই বছর পর আবারও সে টুর্নামেন্টে মিলবে তার দেখা। সেখানে ২০২১ মৌসুমে তার পুরনো ঠিকানা জ্যামাইকা তালাওয়াসেই তাকে দেখা যাবে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে বিষয়টি।

জ্যামাইকা সাকিবের পুরনো দল। ২০১৬ ও ১৭ সালেও এই ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। ২০১৮ ও ১৯ সালে খেলেন বার্বাডোস ট্রাইডেন্টসে। এক বছর ক্রিকেটে নিষিদ্ধ থাকায় গত বছর খেলতে পারেননি।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে এক পোস্টে সাকিবের জ্যামাইকা তালাওয়াসে যোগ দেওয়ার খবরটি নিশ্চিত করেছে সিপিএল কর্তৃপক্ষ। ২০২১ সালের জ্যামাইকা তালাওয়াসের হয়ে ফের ক্যারিবিয়ান এই ফ্রাঞ্চাইজি লিগে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

২৮ আগষ্ট থেকে সেপ্টেম্বরের ১৯ তারিখ পর্যন্ত চলবে সিপিএল। সবগুলো খেলা হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে।