মে ১০, ২০২৪

প্রথমবারের মতো আরব আমিরাত সফরে গিয়ে আবুধাবিতে ইসরায়েলের দূতাবাস উদ্বোধন করেছেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ। স্থানীয় সময় মঙ্গলবার তিনি দূতাবাস উদ্বোধন করেন।

এক টুইট বার্তায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ বলেন, ‘সব প্রতিবেশীর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায় ইসরায়েল। আমরা কোথাও যাব না। মধ্যপ্রাচ্যই আমাদের ঠিকানা। আমরা সবাইকে স্বীকৃতি দেওয়ার এবং আমাদের সঙ্গে আলোচনার আহ্বান জানাই।’

টুইটারে ইয়ার লাপিদ দূতাবাস উদ্বোধনের ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আমিরাতি মন্ত্রীর সঙ্গে ইসরায়েলি দূতাবাসের উদ্বোধন।’

ছবিটিতে আরব আমিরাতের সংস্কৃতি ও বিজ্ঞান উন্নয়নমন্ত্রী নূরা আল-কাবি ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদকে দূতাবাস ভবনের উদ্বোধন করতে দেখা যায়।

গত বছরের আগস্টে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত শান্তি প্রতিষ্ঠায় এবং দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে চুক্তি করে, যা ‘আব্রাহাম অ্যাকর্ডস’ নামে পরিচিত। এরপর থেকেই দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হয়।

২৯-৩০ জুন দুই দিনের সফরে আরব আমিরাতে আছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ। এই সফরকে একটি ঐতিহাসিক সফর হিসেবে বিবেচনা করা হচ্ছে।