এপ্রিল ২৭, ২০২৪

নিউজ ডেস্ক: সোমবার পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শেহবাজ শরীফ। দেশটির জাতীয় পরিষদে ১৭৪ ভোট পেয়েছে দেশটির ২৩তম প্রধানমন্ত্রী হয়েছেন শেহবাজ।

এদিন জাতীয় পরিষদে উপস্থিত হন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি আসা মাত্রই তার সমর্থনে স্লোগান দিতে থাকেন তার সমর্থকরা।

এর আগে ইমরান খানের সমর্থনে রোববার স্থানীয় সময় রাতে পুরো পাকিস্তানে র্যা লি ও সমাবেশ হয়। তার সমর্থনে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন।

সোমবার জাতীয় পরিষদে আসার পরই ইমরান খানকে ঘিরে ধরে গণমাধ্যমকর্মীরা। ইমরান খান জাতীয় পরিষদে আসার পর তার সমর্থনে সাধারণ মানুষের রাস্তায় নেমে আসার বিষয়টি নিয়ে জিজ্ঞেস করা হয়।

এর উত্তরে ইমরান খান হেসে বলেন, ইজ্জত দেনেওয়ালা আল্লাহ (সম্মান দেওয়ার মালিক আল্লাহ)।

ইমরান খান জাতীয় পরিষদে এসে দাবি করেন, তাকে ক্ষমতাচ্যুত করে যে শেহবাজ শরীফকে প্রধানমন্ত্রী করা হচ্ছে। সেই শেহবার একজন দুর্নীতিগ্রস্ত মানুষ।

ইমরান বলেন, এমন একজন দুর্নীতিগ্রস্ত মানুষের সঙ্গে একই পরিষদে থাকতে পারবেন না তিনি ও তার দল। ফলে তারা পদত্যাগ করবেন।

ইমরানের এমন বক্তব্যের পর জাতীয় পরিষদে অধিবেশনে যোগ দিয়ে তার দল পিটিআই। কিন্তু অধিবেশনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কোরেশি জানান, তারা সবাই পদত্যাগ করবেন এবং প্রধানমন্ত্রী নির্বাচনে অংশ নেবেন না। তার এ ঘোষণার পর পিটিআইয়ের সব সদস্য বের হয়ে যান।